বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"মানুষ তাই পায় যা সে চেষ্টা করে" এই আয়াতটা দুনিয়ার কর্মকাণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আখেরাতের ক্ষেতেও প্রযোজ্য। সর্বক্ষেত্রেই তা প্রযোজ্য।
(২)
কোন ব্যক্তি যদি আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়,মানে তার দুনিয়াদারি ঠিক থাকলেই সে খুশি। দুনিয়াদারি ঠিক রাখার জন্য সে শিরক করতেও রাজি।যদিও সে এখন পর্যন্ত কোন শির্কে লিপ্ত হয়নি।
এই ব্যক্তিকে মুশরিক হিসেবে গণ্য করা না গেলেও সে মুনাফিক হিসেবে চিহ্নিত হবে।এবং তার ঈমান নিয়ে সর্বদা আশংকা করা হবে।
(৩)
আমরা মাতুরিদি আকিদাকে গ্রহণ করে থাকি।মাতুরিদি আকিদা ভ্রান্ত হবে কেন?
(৪)
আল্লাহ আরশে সমাসীন রয়েছেন।