ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عن كَعْبُ بْنَ مُرَّةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ ).
আল্লাহর রসূল (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তির ইসলামে একটি চুল পাকে, সেই ব্যক্তির জন্য ঐ সাদা চুলটি কিয়ামতের দিন জ্যোতি হবে।’’(তিরমিযী-1634)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/466
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুয়েকটি দাড়ি সাদা হলে সেটি যদি বয়সের পূর্বে সাদা হয়ে থাকে, তাহলে এই দুয়েকটি সাদা চুলকে কালো করা যাবে বা তুলা যাবে।তবে যদি চুল পাকার বয়সে গিয়ে চুল সাদা হয়, তখন এক আধটি চুলকেও কালো করা যাবে না এবং উপড়িয়ে ফেলাও যাবে না।