ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।
মোটকথা,
ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে যেয়ে যত টাকাই সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকেই বহন করতে হবে।
في الفتاوي الهندية ج٤،٣٧٢
وَمُؤْنَةُ رَدِّ الْعَارِيَّةِ عَلَى الْمُسْتَعِيرِ الْوَدِيعَةِ عَلَى الْمُودِعِ وَالْمُسْتَأْجَرِ عَلَى الْمُؤَجِّرِ وَالْمَغْصُوبِ عَلَى الْغَاصِبِ وَالْمَرْهُونِ عَلَى الْمُرْتَهِنِ، وَالْأَصْلُ أَنَّ مُؤْنَةَ الرَّدِّ عَلَى مَنْ وَقَعَ لَهُ الْقَبْضُ؛ لِأَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ، كَذَا فِي الْكَافِي.
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি বিকাশের মাধ্যমে কাউকে ৫৩০০ টাকা ধার দেন, তাহলে সে আপনাকে ৫৩০০ টাকাই পৌছাবে। সে সরাসরি ক্যাশে দিলেও ৫৩০০ টাকা দিবে। যদি আপনি বিকাশে টাকা ঢুকিয়ে তাকে দেন, তাহলে সে আপনাকে ৫৩০০+সার্ভিস চার্জ দিবে। মোটকথা সকল সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকে গ্রহণ করতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি বিকাশের মাধ্যমে কাউকে ৫৩০০ টাকা ধার দেন, তাহলে সে আপনাকে ৫৩০০ টাকাই পৌছাবে। সে সরাসরি ক্যাশে দিলেও ৫৩০০ টাকা দিবে। যদি আপনি বিকাশে টাকা ঢুকিয়ে তাকে দেন, তাহলে সে আপনাকে ৫৩০০+সার্ভিস চার্জ দিবে। মোটকথা সকল সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকে গ্রহণ করতে হবে।
(১) যাকে ধার দিয়েছেন, সেই ব্যক্তি যদি বিকাশের মাধ্যমে আপনার ধার শোধ করতে চায়, তাহলে সে আপনাকে ৫৩০০ টাকাই পাঠাবে।
(১.১)আর যদি ওই ব্যক্তিকে ধার দেওয়ার উদ্দেশ্যেই আপনি ৫৩০০ বিকাশে ঢুকান, এরপর সেই ব্যক্তিকে পাঠাই, তাহলে উক্ত ব্যক্তি ধার পরিশোধের সময ৫৩০০ টাকা এবং সার্ভিস চার্জ পাঠাবে।
(২) যেই ব্যক্তিকে ৫৩০০ টাকা ধার দিয়েছেন, সে যদি আপনাকে আমার ধারের টাকা বিকাশের মাধ্যমে না দিয়ে সরাসরি ক্যাশে বা আপনার কাছে দিতে চায়, তাহলে সে ৫৩০০ টাকাই দিবে।
(২.১) (এক্ষেত্রে যদি আপনার বিকাশে আগে থেকেই টাকা থেকে থাকে অর্থাৎ ওই ব্যক্তিকে ধার না দেওয়ার আগে থেকেই টাকা থেকে থাকে, তাহলে সে সরাসরি ক্যাশ এ দিতে চাইলে ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে সেইটুকু কম দিবে।
(২.২) এক্ষেত্রে যদি আপনার বিকাশে আগে থেকে টাকা না থেকে থাকে এবং ওই ব্যক্তিকে ধার দেওয়া উদ্দেশ্যেই আপনি ৫৩০০ টাকা দোকান থেকে বিকাশ একাউন্টে ঢুকান এবং সেই ব্যক্তিকে পাঠান, সে ক্ষেত্রে ঐ ব্যক্তি যদি সরাসরি ক্যাশে দিতে চাইলে, ৫৩০০ এবং সার্ভিস চার্জ দিবে।