ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
প্রশ্নের বিবরণমতে আপনি যদি আপনার অন্য ফ্রেন্ড এর সাথে পর্দাসম্মত ভাবে ঘুরতে যান, তাহলে আপনি আল্লাহর কাছে মুনাফেক হয়ে যাবেন না বা গুনাহগার হবেন না। শর্ত হল, পর্দাসম্মত ভাবে ফ্রিমিক্সিং পরিবেশকে এড়িয়ে যেতে হবে। তবে নারীদের জন্য সদা সর্বদা ঘরে বসে থাকাই উচিত ও উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/572
(২) আপনার ফরয গোসল না হওযার কারণে আপনার নামায হয়নি। সুতরাং যথাসম্ভব আপনি ঐ সবগুলো নামাযকে দোহড়িয়ে পড়ে নিবেন।
(৩)
দোয়ায়ে হাবিবি বরতে কিছু নাই।
নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করার পরও মাঝে মাঝে ছুটে যাওয়াটা স্বাভাবিক। আর হঠাৎ করে ছুটে গেলে আফসোস করবেন আল্লাহর কাছে আহাজারি করবেন।
(৪)
বান্দা যত গোনাহই করুক না কেন, বান্দা তাওবাহ ইস্তেগফার করে নিলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।আল্লাহ তা'আলা বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার-৫৩)
তাওবাহ করলে আল্লাহ সকল প্রকার গোনাহকেও ক্ষমা করে দেন। তাওবাহ করার পর নেক কাজ করলে, আল্লাহ তা'আলা পূর্বে গোনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন।
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা ফুরকান-৬৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, অবশ্যই তাওবাহ করলে আল্লাহ ক্ষমা করবেন।আপনি নেককার হতে পারবেন।