ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সহসাই আমাদের সামনে একটি প্রশ্ন আসে যে,
পুরুষ কর্তৃক নন মাহরামকে দেখা এবং নারী কর্তৃক নন মাহরাম কে দেখা কি সমান?
প্রশ্ন হল নারীদের আওয়াজ কি সতরের অন্তর্ভুক্ত?
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারী শিক্ষিকার ক্লাস ব্যতীত ছেলেদের জন্য ভিন্ন কলেজ ভার্সিটিতে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তাই ভর্তি হওয়ার পূর্বে এ বিষয়ে যথেষ্ট তথ্য তালাশি করতে হবে। যদি কেউ এমন কোনো কলেজে ভর্তি হয়ে যায়,যেখানে ম্যাডাম ক্লাস নেন, তাহলে সর্বদা নিজ চক্ষুকে নিচু করে রাখতে হবে। যদি ম্যাডাম বোর্ডে কিছু লিখে দেন,তাহলে ম্যাডাম চলে যাওয়ার পর বোর্ডের দিকে তাকাতে হবে, যদি এটা সম্ভব না হয়, তাহলে ইস্তেগফারের সাথে শুধুমাত্র বোর্ডের দিকেই তাকাতে হবে।এতে ম্যাডামকে দেখা গেলেও উনার তেমন অবয়ভ চক্ষুর সামনে ফুটিয়ে তুলা যাবে না।