আসসালামুআলাইকুম,
(প্রশ্ন ১)কোন স্ত্রী যদি স্বামীর পকেট থেকে তার প্রয়োজনের অতিরিক্ত পাঁচ হাজার টাকা চুরি করে,তারপর চুরির বিষয়টি স্বামীর কাছে গোপন রেখে যদি এভাবে ক্ষমা চায়,
"আপনার অজান্তে আপনি যদি আমার থেকে পাঁচ হাজার টাকা পাওনা হয়ে থাকেন,তাহলে টাকা গুলোর জন্য আমাকে ক্ষমা করুন।"
এভাবে ক্ষমা চাওয়ার পর স্বামী যদি ক্ষমা করে দেয় ,তাহলে কি স্বামী আর স্ত্রীর কাছে টাকা গুলো পাওনা থাকবে?
(প্রশ্ন ২) কেউ যদি কারো কোন জিনিস চুরি করে এনে আমাকে ব্যবহার করতে দেয়,কিন্ত জিনিসটি যে চুরি করা জিনিস, সেটা আমার কাছে যদি গোপন রাখে,তাই না জেনে আমি যদি চুরি করা জিনিসটি ব্যবহার করতে থাকি, তাহলে আমার দোয়া ইবাদত কি কবুল হবে?