ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের প্রথম তাশাহুদের পরে দাঁড়িয়ে তাকবীর বলা এবং হাত তোলা সুন্নাহ।
(২) সালাতে সূরাহ ফাতিহা পড়ার আগে ভুলে কিছুটা আত্তাহিয়্যাতু পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে না।
ইমাম মুহাম্মাদ রাহ থেকে বর্ণিত,
وعن محمد لو تشهد في قيامه قبل قراءة الفاتحة فلا سهو عليه وبعدها يلزمه سجود السهو، وهو الأصح؛ لأن بعد الفاتحة محل قراءة السورة فإذا تشهد فيه فقد أخر الواجب وقبلها محل الثناء،
সূরায়ে ফাতেহার পূর্বে তাশাহুদ পড়ে নিলে সাহু সিজদা ওয়াজিব হবে না।তবে সূরা ফাতেহার পর তাশাহুদ পড়ে নিলে, সাহু সিজদা ওয়াজিব হবে।এটাই বিশুদ্ধতম মত।কেননা সূরা ফাতেহার পর কিরাতের স্থান।এখন যদি কেউ তাশাহুদ পড়ে নেয়।তাহলে ওয়াজিব পিছিয়ে যাবে।আর সূরা ফাতেহার পূর্বে ছানার তথা আল্লাহর প্রশংসার স্থান(বিধায় সেখানে তাশাহুদ পড়া যাবে)
(তাবয়ীনুল হাক্বাঈক্ব-১/১৯৩,ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১২৭)
(৩)সূরাহ ফাতিহার পর আমীন বলা সুন্নত। সুতরাং ভুলে গেলে সালাতে কোনো সমস্যা হবে না।
(৪) সিজদাহে ভুলে প্রথমে দুআ তার পর সিজদাহর তাসবীহ পাঠ করলে ফাসিদ হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/185
(৫) সারাতে কখনো নিঃশ্বাস শেষ হয়ে আসার দরুণ ঠোঁট নড়লেও তিলাওয়াতের আওয়াজ শোনা না গেলে সালাতে কোনো সমস্যা হবে না।
(৬) সুন্নাতে মুয়াক্কাদা সালাত পড়া শুরু করার পর ভেঙে ফেললে, আবার কাজা করতে হবে।
(৭)হ্যা, ছোট একটুকরা মাটি হাতে নিয়ে দুই হাতের তালুতে মাসেহ করলে হবে। মাটির পাত্র যা কাদা দিয়ে বানিয়ে পোড়ানো হয় এমন পাত্রের উপর হাত রেখে তায়াম্মুম করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5269
(৮)ট্রেনের মধ্যে মেয়েরা তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবে। যদি মাঠি বা মাঠি জাতীয় কিছু পাওয়া যায় বা সাথে থাকে।