আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি একজন প্রেকটিসিং মুসলিমা।নামাজ,কুরআন,পর্দা পালন করি।ইসলামী শরিয়ত অনুযায়ী চলার চেষ্টা করি।আমার অফলাইন পড়াশুনা জেনারেল থেকে।দীর্ঘ ৫ মাস আগে একটি বিয়ের প্রপোজাল এসেছিল।তারা দেখে যাওয়ার পর তেমন কিছুই জানায়নি।রিসেন্টলি তারা আবার কথা বলতে চাচ্ছে বিয়ের উদ্দেশ্য।এতদিন পর আসার কারণ হিসেবে তারা বলে যে,ছেলে মেয়ের দেওয়া শর্ত পালন করতে পারবে কিনা সেটা নিয়ে কনফিউজড ছিল,বাবা মা রাজি ছিল শুরু থেকেই।উল্লেখ যে,শর্ত ছিল,ছেলেকে চেঞ্জ হতে হবে,মেয়ের পরিপূর্ণ পর্দার সুযোগ থাকতে হবে,মেয়ে জব করবেনা।পাত্রকে কিছু প্রশ্ন করা হয়েছিল দ্বীন সম্পর্কিত,সে সবগুলোই সত্যি বলেছে, মিথ্যা বলেনি।সে বলেছে সে চেঞ্জ হবে কিন্তু একটু সময় লাগবে,জব করাবেনা।তারা শহরে থাকে,লাইফস্টাইল অন্যরকম একটু,যেমন ছেলের নামায মিস হয়,মিউজিক শুনে,শিক্ষাগত যোগ্যতা মেয়ের থেকে কম।তার ভালো দিক হচ্ছে সে সৎ,সত্যি বলে সবসময়, হালাল পথে চলে।যথেষ্ট ব্যক্তিত্ব বান,পরিবার,সম্পদ,সৌন্দর্য সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। তারা আলাদা থাকে,ভাই আছে একটি। কিন্তু বাড়িতে তাদের যৌথ পরিবার। হঠাত ছুটিতে গেলে সবাই এক সাথেই থাকে। ইস্তেখারা করেছিলাম,বেশ কয়েকদিন স্বপ্নে দেখেছি, তারা আবার কথা বলছে বিয়ের জন্য, বাসায় আসছে,মাহরামের উপস্থিতিতে কথা হচ্ছে ছেলের সাথে,বিয়ের কথা হচ্ছে এমন। এছাড়াও আমার পরিবারের লোকেরাও ভালো বলছে।তার সততা অন্য দিক সব দেখে মন বলে পজিটিভ, কিন্তু দ্বীনের ব্যাপারে ভাবতে গেলে ভয় লাগে। তবে আল্লাহ চাইলে তো যে কাউকে হেদায়াত দান করতে পারেন।এমতাবস্থায় কি করা উচিত আমার,,,ফলাফল পজিটিভ নাকি কিভাবে বুঝব,,