আসসালামু আ'লাইকুম।
১. আমার বাবা পর্দা নিয়ে কটাক্ষ করে একটা কথা বলার পরে আমার অনেক রাগ উঠে যায়। তখন বলি, "তুমি তো নামাজ পড়লে তো লাভ নাই, ঈমান না থাকলে তো লাভ নাই।"
তখন বাবা বলেন, "না গেলাম, তোমরা যাইয়ো(অর্থাৎ জান্নাতে)"। তখন আমার আরো রাগ উঠে, জান্নাত জাহান্নাম এত সস্তা? তখন আমি বলি, " আচ্ছা তুমি জাহান্নামেই থাইকো"। এটা তার স্পর্ধা দেখে রেগে বলেছি, যে জাহান্নামের ভয়াবহতা জানলে এত সহজে এসব বলতেননা। তখন বাবা বলে, "এটা কি তোমরা ঠিক করবা কে কোথায় যাবে?" তখন তাকে বোঝাই যে পর্দা আল্লাহর বিধান তাই এটাকে কটাক্ষ করলে আল্লাহর উপরে নিজেকে জায়গা দেয়া হয়, এটা কুফর। তখন তিনি বলেন যে আগে যে মহিলারা পর্দা করেনাই তারা কি জাহান্নামে যাবে? তারা তো উলঙ্গ থাকেনাই৷
তখন প্রসঙ্গ অন্যদিকে চলে যায়। একসময় তিনি বলেন যে এটা তো আল্লাহর দোষ যে পুরুষকে এমন বানিয়েছে, এজন্য মহিলাদের পর্দা করতে হয়। তখন বলি যে আল্লাহ তো মহিলাদেরও দূর্বলতা দিয়েছেন, শারীরিক দূর্বলতা৷ এজন্য পুরুষরা পরিশ্রম করে।আর বলি যে আল্লাহকে তো আমরা প্রশ্ন করবনা, আল্লাহ আমাদেরকে করবেন। আমাদের সব তো আল্লাহরই দেয়া। আল্লাহ তো আর মানুষ না। তখন বাবা অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করেন।
যাইহোক, এখন আমি যে উপরের জাহান্নাম বিষয়ক কথাগুলো বললাম, এটা তো আমার বলার অধিকার নাই৷ আল্লাহ তো চাইলে বাবাকে মাফ করে দিতেই পারেন, আমিই জাহান্নামে চলে যেতে পারি।
এখন আল্লাহর রাগ থেকে বাঁচতে আমি কী করতে পারি?
তওবা করেছি, কালিমা পড়েছি আর ঠিক করেছি যে দাওয়াতের কোর্স করার আগপর্যন্ত মাতব্বরি করে কথা বলবনা। বাবার কাছে ক্ষমা না চাইলে কি আল্লাহ ক্ষমা করবেন? বাবার সাথে একদমই এরকম সম্পর্ক নাই, ক্ষমা চাইলে হয়তো এমন ভুলও বুঝতে পারেন যে ইসলামে বোধহয় পর্দা নাই। আমি ঠিক করেছি মেসেজ দিয়ে সুন্দর করে লিখে বলব।
২. আমার মা একদিন বলেন যে তিনি একটা স্বপ্নে পুলিশ দেখেছেন৷ তখন আমি বলি যে এটা তো না বললেই হত৷ কিন্তু মাকে দেখে মনে হল যে স্বপ্নটা ভালো স্বপ্ন, নাহলে বলতেননা। এর কয়দিন পরে আমি স্বপ্নে দেখি একটা গাড়িতে পুলিশ এসেছে। আমাকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু আমি ভয় পাচ্ছিনা কারণ আমি কোনো অপরাধ করিনি। আর পুলিশটাকেও মনে হচ্ছে ন্যায়বিচারক।
এর কয়দিন পরে আমার বোনকে কথায় কথায় বলি যে মা তো পুলিশ স্বপ্ন দেখেছে। তখন আমার বোন বলে সেও নাকী পুলিশ স্বপ্ন দেখেছে। পুলিশ এসে নাকী ফোন চেক করতে চাইছে আর আমার বোন টেকনিক করে বেঁচে গেছে, দেখায়নি।
এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কী?