যেকোনো নামাযকে তার সঠিক সময়েই আদায় করতে হবে।গ্রহণযোগ্য জরুরত ব্যতীত সময়কে অতিক্রম করিয়ে নামায পড়লে গোনাহ হবে।সেটা যেকোনো নামাযের বেলায়।
যেহেতু ঘুম গ্রহণযোগ্য জরুরত।তাই যদি কখনো ফজরের সময় উঠতে দেড়ী হয়ে যায়,তখন যখনই সজাগ হবে তখনই সাথে সাথে নামাযকে পড়ে নিতে হবে।তখন ফজর কা'যা হলেও গোনাহ হবে না।কেননা ঘুমকে গ্রহণযোগ্য জরুরত হিসেবে শরীয়ত সমর্থন দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
مَنْ نَسِىَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ
“যে ব্যক্তি কোন নামায পড়তে ভুলে যায়, সে যেন তা স্মরণ হওয়া মাত্র পড়ে নেয়। (এই কাযা আদায় করা ছাড়া) এর জন্য আর অন্য কোন কাফফারা (প্রায়শ্চিত্ত) নেই।” (বুখারী ৫৯৭, মুসলিম ১৫৯৮, মিশকাত ৬০৩ নং হাদীস)
তাই বলে এটা আদা হবে না বরং কা'যা হবে।যদিও এ কা'যাতে কোনো গোনাহ হবে না।
তবে কেউ এটাকে নিয়ম বানিয়ে নিতে পারবেন না।যে ঘুম যখনই ভঙ্গবে তখনই ফজর পড়বো।কেননা গোনাহ হবে না।বরং নিয়মিত কেউ এমনটা করলে অবশ্যই গোনাহ হবে।জাযাকাল্লাহ