আসসালামু আলাইকুম
হযরত, বাইয়ে সালাম সংক্রান্ত একটি প্রশ্ন ছিলো আপনার কাছে।
প্রশ্নটি হলো- এক ভদ্রলোক "Redmi Note 9" (২০হাজার টাকা দাম) এই মডেলের একটি ফোন অর্ডার করেন ইভ্যালিতে। অনেকগুলো ফোন ডেলিভারি দেয়ার পর স্টক শেষ হয়ে যায় এবং কিছু সংখ্যক লোকের কাছে তারা অনুমতি চায় যে, আমরা এই ফোনটি আপনাকে দিতে পারছি না এর বদলে "Redmi 9 Power" (১৯ হাজার টাকা দাম) দিতে চাচ্ছি এবং যেহেতু এই ফোনের দাম এক হাজার টাকা কম তাই এক হাজার টাকাও দেয়া হবে আপনাকে।
সংক্ষেপে আমার প্রশ্নগুলো হলো।
★ এখন পূনরায় চুক্তি করে সমমূল্যের অন্য পন্য ওই ভদ্রলোক গ্রহণ করতে পারবেন কি?
★ যেহেতু মূল দাম ১ হাজার টাকা কম তাই তারা যদি ১ হাজার টাকা কম নিয়ে ১ হাজার টাকা ফেরত দেয় সেটা কি জায়েজ হবে?
★তারা যদি পন্যটি দিয়ে দেয় আর সেটা যদি জায়েজ না হয় তাহলে পন্যটি হস্তগত করে তা বিক্রি করে নিজের প্রদেয় মূল্য উঠিয়ে নেয়া কি উনার জন্য সঠিক পদ্ধতি হবে?
একটি অনুরোধ-----
বিস্তারিত করণীয় বিশেষ ভাবে বলে দিলে ভালো হয়। কারণ অন্য প্রশ্নের উত্তরের লিংক দিলে দুটি মিলিয়ে উত্তর বুঝতে অসুবিধা হয় তাই উত্তরটি এই প্রশ্ন কেন্দ্রিক বিশেষ ভাবে দিলে কৃতজ্ঞ থাকবো।
জাযাকাল্লাহ।