আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
282 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (32 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

১।  তামীম আদ-দারী যে সপ্ন দেখেছিলেন যে  একটি দ্বীপ এ লোহার শিকলে দিয়ে দাজ্জাল কে বেধে রাখা হয়েছে এইটা কি আসলেই দাজ্জাল ছিল??
২। দাজ্জাল কি মানব আকৃতি হবে?  দাজ্জাল কি সাধারন মানুষের মতো হবে? দাজ্জাল কি সাধরণ মানুষ এর মতো খাওয়া দাওয়া করবে কি?

৩।দাজ্জাল কি ইহুদি বংশে জন্মগহণ করবে নাকি খ্রিষ্টান বংশে জন্মগ্রহণ করবে??

দাজ্জাল কি ইহুদি হবে নাকি খ্রিষ্টান হবে??

৪। দাজ্জাল এর কি মা - বাবা থাকবে??   দাজ্জাল এর মা - বাবা কি ইহুদি হবে নাকি খ্রিষ্টান হ???
৫। দাজ্জাল ২ চোখের মাঝখানে কাফির লেখা থাকবে এইটা কি সবাই দেখতে পারবে?

৬। দাজ্জাল এর ফিতনা সহ ছোট, বড়সকল ফিতনা ও শয়তান এর ওয়াসওয়াসা থেকে বাঁচার কোন দোয়া আছে ??
৭।  শাতিমে রাসূল কে কি কাফের বলা যাবে? যদি শাতিমে রাসূল মুসলমান ও তখন কি বলা যাবে?

৮। কাফের আর মুশরিক কি এক?? মুশরিকদের কি কাফের বলা যাবে??
৯। শয়তান এর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোন আমল করবো???

১০। বিবর্তনবাদ বিশাস করলে কি কোব মুসলিম কাফের হয়ে যাবে??? এই বিষয় একটু ব্যাখা করলেে ভালো হয়

১১। গনতন্ত্র কি হারা??  এইটা কি কুফরি সংবিধান? আমাদের গনতন্ত্র মানতে হবে? গনতন্ত্র বিশাস করলে কি ঈমান থাকবে???
by (32 points)
ওস্তাদ দয়া করে একটু উওর গুলো দিয়েন

1 Answer

0 votes
by (712,400 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১) জ্বী, এটা দাজ্জালের একটা নমুনা পেশ করা হয়েছিলো।

(২)জ্বী, দাজ্জাল সাধারণ মানুষের মতই হবে।এবং সাধারণ মানুষের ঘরেই তার জন্ম হবে।

(৩) দাজ্জাল ইহুদী বংশের হবে।

(৪)দাজ্জালের মা বা ইহুদী হবে।

(৫)জ্বী, সবাই দেখতে পারবে।

(৬) সূরা কাহফের তিলাওয়াত।

(৭)জ্বী, কাফির বলা যাবে।

(৮) কাফির ব্যাপক।তবে মুশরিককেও কাফির বলা যাবে।

(৯)আউযু বিল্লাহ পড়বেন।

(১০)বিবর্তনবাদ কুফরি মতবাদ।সুতরাং এ মতবাদকে বিশ্বাস করা কুফরি।

(১১)
খেলাফত গঠন করা মুসলমানদের উপর ফরয।বিস্তারিত জানতে ভিজিট করুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/356
প্রচলিত গণতন্ত্রের সবকিছু ইসলামী শরীয়তের বিপক্ষে নয় আবার পক্ষেও নয়।যেমন, জনমতের ভিত্তিতে সরকার গঠন,এটাতো ভাল জিনিষ।শরীয়ত এটাকে অপছন্দ করে না।বরং শরীয়তের দৃষ্টিতে সরকার নির্বাচনের তিন পদ্ধতির এক পদ্ধতি এটাও।তবে "সকল ক্ষমতার উৎস জনগণ" এ থিউকে ইসলাম সমর্থন করে না।বরং এক্ষেত্রে ইসলামের থিউরী হল, সকল ক্ষমতার উৎস আল্লাহ তা'আলা।এ রকম আরো অনেক বিষয় রয়েছে।কোনোটাকে ইসলাম সমর্থন দেয়,আবার কোনোটাকে দেয় না।

আমাদের জন্য করণীয় কী হতে পারে?
আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ক্ষমতা দখল করা আমাদের জন্য ওয়াজিব।যুদ্ধ করে ক্ষমতা দখলের প্রয়োজন হলে যুদ্ধ করা ওয়াজিব। দাওয়াত ও তাবলীগের প্রয়োজন হলে এক্ষেত্রে দাওয়াত ও তাবলীগ ওয়াজিব।মোটকথাঃ যেভাবে ক্ষমতা দখল সম্ভব সেভাবেই ক্ষমতা দখল করা ও তার চেষ্টা-প্রচেষ্টা করা ওয়াজিব।বর্তমানে গণতন্ত্রের রাস্তায় হাটা ব্যতীত ক্ষমতার ধারেকাছে ভিড়া প্রায়ই অসম্ভব। নয়তো জঙ্গি ইত্যাদি সাজতে হবে কিংবা সন্ত্রাসী ইত্যাদির তকমা নিয়ে নির্ঘাত মৃত্যুর সম্মুখীন হতে হবে।সুতরাং বক্ষমান পরিস্থিতিতে প্রচলিত গণতন্ত্রের রাস্তায় হাটা ব্যতীত ইসলামী হুকুমতের স্বপ্ন দেখা প্রায়ই অসম্ভব।

তাই এই মূহুর্তে আমাদের জন্য এটাই উচিৎ হবে যে,ইসলামী হুকুমত বাস্তবায়ন ও ইসলামী গণতন্ত্র গঠণের লক্ষ্যে প্রচলিত গণতন্ত্র কে বেছে নেয়া।প্রত্যেক কাজই তার নিয়তের উপর নির্ভরশীল।আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...