আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
278 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
১। ক) নখ ও চুল কেটে ফেলার পর কি মাটিতে পুঁতে ফেলতে হবে? বগল ও লজ্জাস্থানের লোমও কি দাফন করে ফেলতে হবে?
খ) চুল, শরীরের লোম বা দাঁড়ি যেগুলো আপনা আপনি ঝড়ে পরে সেগুলো কি করব?

গ) সাধারনত চুল কাটার পর সেগুলো সেলুনে থেকে যায় এগুলোর ব্যপারে কি হবে?

ঘ) আমার হাত ও পায়ের চামড়া বদলায় (মানে একটা নির্দিষ্ট সময়ে পুরাতন চামড়া পরে গিয়ে নতুন চামড়া উঠে) এগুলো শরীর থেকে আলাদা হবার পর কি করব?

ঙ) এই বিষয়ে (যা এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে) আগে সচেতন ছিলাম না, যে ভুল হয়ে গিয়েছে সে ক্ষেত্রে করনীয় কি?

চ) জানাবাতের হালত থেকে পবিত্র হবার আগে নখ চুল কাটা যাবে কি না?

২। মসজিদে আঙ্গুল ফোটানো যাবে কি না?

৩। মৃত মানুষের আমলনামায় তো সওয়াব পৌঁছানো যায়। কিন্তু এমন করা যাবে কি না যে, আমি যেকোন নফল আমল করলাম আর আল্লাহর কাছে বললাম এটা আমি উমুক (জীবিত) ব্যক্তির আমলনামায় হাদিয়া হিসেবে দিতে চাই? এটা কি হাদিয়া হবে যেহেতু উক্ত ব্যক্তি জানে না?
৪। কারো অনুমতি ছাড়া তার কথা বা কল রেকর্ড করা যাবে?

৫। ক) মহিলারা তাদের মাহরাম ও অন্য মহিলাদের সাথে মুসাফাহা ও মোনাকাত করতে পারবে কি না? এসবের জন্যে সেসব ফজিলত বর্ণিত তারা কি সেগুলোর অন্তর্ভুক্ত হবে?

খ) অন্তর্বাস শুকাতে দেবার আদব কি?

গ) মহিলারা একাকি নামাজ পড়কর সময় এবং শুধুমাত্র মাহরামের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না?

1 Answer

0 votes
by (682,440 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


মহান আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাদের অঙ্গগুলোও সম্মানিত। তাই তাদের অঙ্গের সঙ্গেও এমন ব্যবহার করা যাবে না, যা তাদের সম্মান হানি করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর আমি মানব সন্তানকে সম্মানিত করেছি...।’ (সুরা ইসরা, আয়াত : ৭০)

হজরত মিল বিনতে মিশরাহ আল আশআরি থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা মিশরাহ [যিনি রাসুল (সা.)-এর সাহাবি ছিলেন]-কে দেখেছেন যে তিনি নখ কাটার পর তা দাফন করে ফেলতেন। তিনি বলতেন, তিনি রাসুল (সা.)-কে এমন করতে দেখেছেন। [আত তারিখুল কুবরা (ইমাম বুখারি) : ৮/৪৫]

ইমাম আহমদ (রহ.)-কে এক ব্যক্তি কর্তিত চুল ও নখের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, ‘এগুলো কি দাফন করব নাকি ফেলে দেব?’ তিনি বলেন, ‘দাফন করে ফেলো।’ লোকটি বলল, ‘আপনি এ ব্যাপারে কিছু পেয়েছেন?’ তিনি বলেন, ‘ইবনে ওমর (রা.) এগুলো দাফন করে ফেলতেন।’ (আল মুগনি, ইবনে কুদামা : ১/১১০)

(০১)
(ক,খ,গ,ঘ)
এগুলো দাফন করা মুস্তাহাব, উত্তম।
মানুষ চলাচল করেনা,এমন স্থানেও ফেলে দেওয়া যাবে।  
এগুলো উত্তম কাজ।
,
এর ব্যাতিক্রম হলে গুনাহ হবে,বিষয়টি এমন নহে।

(ঙ)
কোনো সমস্যা নেই।

(চ)
হ্যাঁ কাটা যাবে।

(০২)
এটি মাকরুহ।

(০৩)
এভাবে জীবিত ব্যাক্তিকেও ছওয়াব পৌছানো যাবে।

(০৪)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

(০৫)
(ক)
হ্যাঁ করতে পারবে।
আর এতে ফজিলতও পাবে।
তবে গুনাহ হওয়ার শংকা থাকলে মুয়ানাকার সুযোগ নেই।

(খ)
নিজ স্বামী ও ঘরের মহিলারা ব্যাতিত অন্য কেউ যেনো তাহা দেখতে না পারে,এমন স্থানে শুকাতে দিতে হবে। 
 
(গ)
হ্যাঁ পারবে।
শর্ত হলো গায়রে মাহরাম কেউ যেনো ঘ্রান না পায়।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (15 points)
জাযাকাল্লাহু খইরান❣️

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 210 views
...