আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
186 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

১/ নফস সম্পর্কে জানতে চাই। নফস আসলে কি, এর অস্তিত্ব কিরকম।

২/ রুহ আর নফস এর মধ্যে পার্থক্য কি?

৩/ নফস কি ভালো হয় না খারাপ হয়?

৪/ পাপ কাজ এর প্রবণতা কি রুহ এর থাকে নাকি নফস এর।

৫/ নফস কত প্রকার? নফস কে কিভাবে বশ করতে হয়?
৬/ চোখের দৃষ্টি হেফাজত না করলে কি কবিরাহ গুনাহ হয়?

৭/ রমজাম এর সকল আমল এর ই কি সত্যর গুন সওয়াব?

৮/ রোজাদার দের রমজান এর শেষ এ সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, এগুলোর মধ্যে কবিরাহ গুনাহ কি আওতাধীন?
৯/ তাওবা ছাড়া অন্য কোনো আমল এ কবিরাহ গুনাহ মাফ হয়?

১০/ শেইখ বারবার গুনাহ হয়ে যায়, তাকওয়া চর্চার শুরু কিভাবে করতে পারে একজন গুনাহগার মানুষ?

১১/ আমাদের গুনাহ এর ইচ্ছা কেন জাগ্রত হয়?আমাদের কি করণীয়  গুনাহরত অবস্থায় আল্লাহ এর কথা স্মরন হলেও সরে আসা কঠিন হলে?


জাজাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

(১.২)
একদা ইহূদীগণ রাসূলুল্লাহ (ছাঃ)-কে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ তা‘আলা বলেন, 

قل الروح من أمر ربی
‘হে নবী! তুমি বল, রূহ হ’ল আল্লাহর একটি আদেশ’ (ইসরা ১৭/৮৫)। যার প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে। এমনকি আম্বিয়ায়ে কেরামও এর প্রকৃতি জানতেন না

আল-কুরআনে নফস তথা আত্মাকে মানুষের পুরো সত্তাকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যেমন, আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ﴾ [النور : ٦١]
“(তবে তোমরা যখন কোন ঘরে প্রবেশ করবে) তখন তোমরা নিজদের ওপর সালাম করবে।” [সূরা আন-নূর, আয়াত: ৬১]

আল্লাহ তা‘আলা নফস সম্পর্কে আরও বলেছেন,
﴿وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ﴾ [النساء : ٢٩]
“আর তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না।” [সূরা আন-নিসা, আয়াত: ২৯]

আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا١١١﴾ [النحل: ١١١]
“(স্মরণ কর সে দিনের কথা) যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তি-তর্ক নিয়ে উপস্থিত হবে।” [সূরা আন-নাহাল, আয়াত: ১১১]

আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿كُلُّ نَفۡسِۢ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ٣٨﴾ [المدثر: ٣٨]
“প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।” [সূরা আল-মুদ্দাসসির, আয়াত: ৩৮]

আবার কুরআনে নফসকে শুধু রূহের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন,
আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ٢٧﴾ [الفجر: ٢٧]
“হে প্রশান্ত আত্মা!” [সূরা আল-ফাজর, আয়াত: ২৭]

﴿أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُ﴾ [الانعام: ٩٣]
“(এমতাবস্থায় ফিরিশতারা তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে), তোমাদের জান বের কর।” [সূরা আল-আন‘আম, আয়াত: ৯৩]

অন্য দিকে রূহ কখনও শরীরের জন্য ব্যবহৃত হয় নি; একাকিও নয়, আবার নফসের সাথেও নয়। অতএব, নফস ও রূহের মধ্যে পার্থক্য হলো সিফাত তথা গুণের মধ্যে; যাতের মধ্যে পার্থক্য নেই।
(সংগৃহীত)

(০৩)
ভালোও হয়,খারাপও হয়।

(০৪)
নফসে আম্মারাহ থেকে।

(০৫)
তিন প্রকার।
আম্মারাহ,লাওয়ামাহ,মুতমাইন্নাহ।
এর জন্য বেশি বেশি যিকির করা দরকার,অন্তরের রোগ থেকে বেঁচে থাকার যাবতীয় মেহনত  করা দরকার।

(০৬)
ইচ্ছাকৃতভাবে বেগানা মহিলার দিকে নজর দিলে কবিরা গুনাহ হবে।

(০৭)
হ্যাঁ 


(০৮)  
 যদি তওবার মতো তওবা করা হয়,তাহলে আল্লাহ তায়ালা তার তওবাকে কবুল করলে এক্ষেত্রে কবিরা গুনাহ এর আওতাধীন হবে।

(০৯)
না।

(১০)
নেককার ব্যাক্তিদের সাথে বেশি বেশি উঠাবসা করুন।
প্রয়োজনে তাবলিগে সময় লাগান।

(১১)
এটি নফস ও শয়তানের কারনে হয়। 

নেককার ব্যাক্তিদের সাথে বেশি বেশি উঠাবসা করুন।
প্রয়োজনে তাবলিগে সময় লাগান।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 135 views
...