আসসালামু আলাইকুম
আবার প্রশ্ন করার জন্য দুঃখিত।এই বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম।
আমার ঘুমানো সময়টুকু ছাড়া সবসময়ই মাথায় কুচিন্তা কাজ করে।আল্লাহকে নিয়ে,রাসূলকে নিয়ে,মানুষকে নিয়ে,,কোন একটা বিষয়ে কথা বলছি,,বই পড়ছি,,হুদাই মাথায় কুচিন্তা আসে।এমন কুচিন্তা আসে যা মুখে উচ্চারণ করা যায় না।।এটা আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে।কোন কাজে মন বসে না।জীবনটাই থেমে যায়।
আর উস্তাদ নামাজ পড়ার সময় ১০ বছর আগে ৫ বছর আগের কথা কেন মনে পড়ে,,স্বভাবিকভাবে ত কখই মনে হয় না।।মনোযোগ দিয়ে নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু পারিনা।
উস্তাদ আমাকে নসীহা করুন।।আমি স্বাভাবিকভাবে বাচতে চায়।
উস্তাদ যখন থেকে পরকাল উপলব্ধি করতে পেরেছি তখন থেকে পরকালীন চিন্তা ছাড়া দুনিয়াবী সমস্যা আমাকে অনেক বেশি পেরেশানি করুক,,এটা আমি চায় না।