আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
edited by
ক) তাশাহহুদ এ লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় আঙুল তুলি কেন? এর হাদিস কোনটা দেওয়া যাবে? আমি হানাফি মাযহাবই মানি আলহামদুলিল্লাহ। জানার জন্য প্রশ্ন করলাম।
খ) উপমহাদেশের হানাফি আলেমদের সাথে নাকি অন্য জায়গার হানাফি আলেমদের মিল নাই। কথাটা কি সত্য? মানে উপমহাদেশের হানাফি আলেম নাকি পুরাপুরি হানাফি আলেম না আসলে। এইটার ব্যাখ্যা কি। এক আহলে হাদিস ভাই এইটা বলেছেন।
গ) আশআরী মাতুরিদি রহ. উনারা কি আল্লাহকে নিরাকার বলেছেন? আসলেই কি এটা সত্য যে আল্লাহ নিরাকার?  নাকি আকার আছে তা আমরা জানিনা, এমন হবে না?
ঘ) লাল পাগড়ি পড়া কি জায়েয? আল্লামা শফি সাহেব, বাবুনগরী সাহেব উনারা নাকি লাল পাগড়ি পড়েছেন?
ঙ) ৭০০০০ লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে মৃত লোকের জন্য সওয়াব বখশিশ করলে নাকি মৃত মানুষের গুনাহ মাফ হয়, সত্য? আর আমারও গুনাহ মাফ হবে এতে?
চ) ধরুন আমি সবসময় তাকবীরে উলার সাথে নামায পড়ি। কখন জামায়াতের তাকবীরে উলার আমল ছাড়া যায়? কোন ওজরে?
ছ) কেউ যদি তাঁর প্রথম স্ত্রীকে বলে যে, 'আমি দ্বিতীয় বিয়ে করি নাই। ঐ মহিলা (যাকে প্রথম স্ত্রী দ্বিতীয় বউ বলে ভাবছে) আসলে অমুকের বউ' ( কিন্তু আসলে ঐ মহিলা আগে অমুকের বউ ছিলো, এখন তার নিজের বউ)। এইটা কি গুনাহের মিথ্যা নাকি গুনাহ ছাড়া মিথ্যা বলা হলো?
জ) সফরের সময় ৮০ কি. মি বা ৪৮ মাইল মাপা হয় কসরের হিসাবের জন্য। তো এইটা কি লম্বা দূরত্ব হিসাব করবো শুরু থেকে শেষ পর্যন্ত? নাকি আকা বাকা রাস্তা দিয়ে আসলাম আমি সেটা হিসাব করবো?
ঝ) বায়তুল্লাহ/ নববী/ আকসা এই তিন জায়গা বাদে বাকি সব মসজিদ /মাজার এর উদ্দেশ্যে যাওয়া কি কবীরাহ গুনাহ? বুঝলাম না মাসয়ালা টা

ঞ) আবু হানিফা রহ. এক নাস্তিকের সাথে বাহাসে বলেছিলেন, 'গাছ এমনি পরিণত হয়ে গেছে নৌকাতে, নৌকা এমনি হয়েছে। সেই নৌকা এমনি এমনি আমাকে পার করে দিয়েছে মাঝি ছাড়া'। এই গল্প আমাদের সকলের জানা। কিন্তু এই যে মিথ্যা কথা দিয়ে তিনি যুক্তি দেখালেন। এইটা কি জায়েয?

1 Answer

0 votes
by (675,600 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


ক,
হাদীস শরীফে এসেছেঃ

  عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ

হযরত আমের আব্দুল্লাহ বিন জুবায়ের তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূল সাঃ যখন তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন ডান হাতখানা ডান উরুর উপর এবং বাঁ হাতখানা বাঁ উরুর উপর রাখতেন। আর শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে সংযুক্ত করতেন এবং বাঁ হাতের তালু [বাঁ] হাঁটুর রাখতেন। {সহীহ মুসলিম, হাদীস নং-১৩৩৬, সহীহ ইবনে হিব্বান-৫/২৭০}

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا جَلَسَ فِى الصَّلاَةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِى تَلِى الإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطُهَا عَلَيْهَا

হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ নামায পড়ার সময় যখন বসতেন বৈঠক করতেন] তখন হাত দুইখানা দ্ইু হাঁটুর উপর রাখতেন। আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববতী [শাহাদাত] আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন। {সহীহ মুসলিম, হাদীস নং-১৩৩৭}

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا قَعَدَ فِى التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلاَثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ

হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ যখন তাশাহুদের জন্য বসতেন, তখন বাম হাতকে রাখতেন বাম হাঁটুর উপর এবং ডান হাতখানা ডান হাঁটুর উপর রাখতেন। আর [হাতের তালু ও আঙ্গুলসমূহ গুটিয়ে আরবী] তিপ্পান্ন সংখ্যার মত করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। {সহীহ মুসলিম,হাদীস নং-১৩৩৮}

عن عبد الله بن الزبير أن النبي صلى الله عليه وسلم كان يشير بأصبعه إذا دعا ولا يحركها

হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ যখন তাশাহুদ পড়তেন, তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন, কিন্তু আঙ্গুল নাড়াতেই থাকতেন না। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-১১৯৩, সুনানে আবু দাউদ, হাদীস নং-৯৮৯, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-১৫৯৪}
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
উপরোক্ত হাদীস গুলির কারনে তাশাহুদের মধ্যে শাহাদতের বাক্য বলার সময় আমরা আঙ্গুল তুলি।

আরো জানুনঃ- 

খ,
কিছু ক্ষেত্রে এটি সত্য হতে পারে।
উপমহাদেশে কিছু হানাফিদের মাঝে কিছু অতিরিক্ত কাজ থাকায় কেউ কেউ এমন কথা বলে থাকেন।

গ,
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

ঘ,
পুরুষদের জন্য নিরেট লাল পোশাক পড়ার নিষেধাজ্ঞা হাদীস শরীফে এসেছে।
তাই লাল পাগড়ি পড়া যাবেনা।

উপরোক্ত কথার সত্যতা পাইনি।

ঙ,
এতে গুনাহ মাফ হয়না।
গুনাহ মাফের বিষয় সম্পূর্ণ মহান আল্লাহর ইখতিয়ারধীন।

তবে এতে ঈসালে ছওয়াব হবে।

চ,
বিনা ওযরেও তাকবিরে ছুটে গেলে গুনাহ নেই।
তবে বিনা ওযরে জামাআত ছুটে গেলে গুনাহ হবে। 

ছ,
প্রশ্নটি কমেন্ট বক্সে আরো স্পষ্ট করার পরামর্শ রইলো। 

জ,
আপনি আঁকা বাঁকা দিয়ে আসলে সেভাবে পথের দূরত্ব হিসাব করতে পারবেন।

মোটকথা যেভাবে যাতায়াত করবেন,সেভাবেই দূরত্ব হিসাব করবেন।

ঝ,
সেটি কবিরা গুনাহ নয়।
মুল মাসয়ালা হলো,
তিন মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে অন্য স্থানে সফর করা বৈধ নয়। উক্ত তিনটি মসজিদ হচ্ছে, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকছা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِى هَذَا وَمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى»
“তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। আমার এই মসজিদ (মসজিদে নববী), মসজিদে হারাম এবং মসজিদে আক্বছা”।
(বুখারী ১১৯৭, মুসলিম ৮২৭, তিরমিযী ৩২৬, সহীহ ইবনু হিব্বান ১৬১৭, ইরওয়া ৭৭৩, সহীহ আল জামি‘ ৭৩৩২।)

শায়খ আবূ মুহাম্মাদ আল্ জুওয়াইনী রহঃ বলেন, হাদীসের ভাষ্যানুযায়ী অন্য স্থানে সাওয়াবের উদ্দেশে সফর করা হারাম।

হাদীসের ভাষ্যানুযায়ী সাধারণভাবে এটা প্রমাণিত হয় যে, এ তিন মাসজিদ ব্যতীত কোন স্থানে বারাকাত পাওয়া ও সালাত আদায়ের উদ্দেশে সফর করা বৈধ নয়। আর ব্যবসা, জ্ঞান অন্বেষণ বা অন্য কোন উদ্দেশে কোন স্থানে সফর করা বৈধ অন্য হাদীস দ্বারা প্রমাণিত যা স্বতন্ত্র বিষয়।

শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহঃ ‘হুজ্জাতুল্লাহ’ কিতাবে বলেনঃ জাহিলী যুগের লোকেরা তীর্থ ও গুরুত্বপূর্ণ স্থানে এ বিশ্বাস নিয়ে সফর করতো যে, সেখানে বারাকাত পাওয়া যাবে। এ চিন্তা-চেতনাকে বন্ধ করার জন্যে যাতে আল্লাহ ছাড়া আর কারো ‘ইবাদাতের পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘোষণা দিয়েছেন।

বুযুর্গদের কবর, মাজার যিয়ারিতের বিধান জানুনঃ- 


ঞ,
সেখানকার উপস্থিত সকলেই জানে এবং আমরাও জাননি যে এটি যুক্তিতর্কে বিজয়ী হওয়ার জন্য ধরে নেয়ার অর্থে বলা হয়েছে।
 
সকলেই বিষয়টি এমন ভাবেই বুঝেছে।
তাই সেই প্রেক্ষাপট,স্থান,কাল,পাত্র, হিসেবে গবেষণা করলে এটিকে সরাসরি  "মিথ্যা" বলা যায়না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 178 views
...