আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
158 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম অয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

১/ যদি কোনো টুর্নামেন্ট এ টাকার বিনিময়ে কাওকে খেলোয়াড় হিসেবে আনা হয় তবে সেই টাকা কি নেওয়া বৈধ হবে?
২/ গোসল এর পর কাপড় পড়ে ফেলেছি এমন সময় সন্দেহের সৃষ্টি হয় যে গোসলের ফরয আদায় হয়েছে কি না(ফরয গোসল জরুরী ছিল এমন অবস্থায়) সে ক্ষেত্রে কি করণিয়?
৩/ ভালো কাজ এর বিনিময়ে আল্লাহ এর কাছে যদি বিপদ থেকে রক্ষা পাবার জন্য দুয়া চাওয়া হয় তবে কি উক্ত নেক কাজের সওয়াব ের বিনিময়ে বান্দা কে রক্ষা করা হয় ?
৪/ যদি কোনো ভাল কাজ করে আল্লাহ এর কাছে চাওয়া হয় এই কাজ এর বিনিময়ে অমুক গুনাহ ছেড়ে দেবার তোউফিক দান করুন, তবে কি সমস্যা হবে?
৫/ কেও যদি নেক কাজ যদি সোয়াব অর্জন কিংবা আখিরাতের পুরষ্কার লাভ এর আশায় করে (আল্লাহ এর সন্তুষ্টি এর কথা ভুলে গিয়ে) তাহলে কি এতে কোনো সমস্যা হয়?
৬/ পড়াশুনায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা চাকরী করার উদ্দেশ্যে কাফির প্রধান দেশ (যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা কানাডা, রাশিয়া, জার্মানি ইত্যাদি)  তে গমন করার বিধান কি?

যাজাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)যদি কোনো টুর্নামেন্টে টাকার বিনিময়ে কাওকে খেলোয়াড় হিসেবে আনা হয়, তবে সেই টাকা নেওয়া বৈধ হবে না।
(২) গোসল এর পর কাপড় পড়ে ফেলেছি এমন সময় সন্দেহের সৃষ্টি হয় যে গোসলের ফরয আদায় হয়েছে কি না(ফরয গোসল জরুরী ছিল এমন অবস্থায়) সে ক্ষেত্রে তাহাররি করবেন।তারপর মন যেদিকে সায় দিবে সে অনুযায়ী আমল করবেন।কোনো অঙ্গ ধৌত করার বাকী থাকলে, শুধুমাত্র সেই অঙ্গকে ধৌত করে নিবেন।

(৩)ভালো কাজ এর বিনিময়ে আল্লাহ এর কাছে যদি বিপদ থেকে রক্ষা পাবার জন্য দু'আ চাওয়া হয়, তবে উক্ত নেক কাজের সওয়াবের বিনিময়ে বান্দা কে রক্ষা করা হতে পারে।আবার আল্লাহ এমনিতেই রক্ষা করতে পারেন।

(৪)যদি কোনো ভাল কাজ করে আল্লাহ এর কাছে চাওয়া হয় এই কাজ এর বিনিময়ে অমুক গুনাহ ছেড়ে দেবার তোউফিক দান করুন, তবে কোনো সমস্যা হবে না।

(৫) কেও যদি নেক কাজ যদি সোয়াব অর্জন কিংবা আখিরাতের পুরষ্কার লাভ এর আশায় করে (আল্লাহ এর সন্তুষ্টি এর কথা ভুলে গিয়ে) তাহলে এতে কোনো সমস্যা হবে না, যদিও উচিৎ ছিলো, প্রত্যেক নেক কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্যই করা।

(৬) পড়াশুনায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা চাকরী করার উদ্দেশ্যে কাফির প্রধান দেশ (যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা কানাডা, রাশিয়া, জার্মানি ইত্যাদি)  তে গমন করা যাবে।তবে শর্ত হল, দ্বীন প্রচারের নিয়ত থাকতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...