আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
51 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাজ।
আমার আম্মু জীবিত থাকা অবস্থায় হজ্জ করার খুব ইচ্ছে ছিল, তাই আমি যখন আমার নিজের জন্য হজ্জের টাকা জমাতাম সাথে আম্মুর জন্যও রাখতাম। যেমন: প্রতি মাসে ১০০০ টাকা জমালে ৫০০ আমার এবং ৫০০ আম্মুর- এ নিয়তে রাখতাম। টাকাটা মাটির ব্যাংকে রাখতাম। ঠিক কতো মাস টাকা জমিয়েছি এবং কত টাকা জমেছে (এতটুকু মনে আছে যে খুব বেশি হবে না) এ সম্পর্কে কোন আইডিয়া নেই।
এখন আমি ওই ব্যাংকে নিজের জন্য আবার হজ্জের টাকা জমাতে চাচ্ছি। আম্মুর যেহেতু মারা গিয়েছে তাই শুধু নিজের জন্যই জমাবো। তাহলে পূর্বে যে আম্মু এবং আমার নিয়তে জমিয়েছিলাম ওই টাকাগুলো কি করবো? পুরো টাকাটা কি আমার নিজের হজ্জের নিয়তে খরচ করতে পারবো?

1 Answer

0 votes
by (678,880 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم


শরীয়তের বিধান অনুযায়ী হেবা পূর্ণ হওয়ার জন্য কবজা তথা হস্তগত হওয়া শর্ত,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার আম্মুর হজ্বের জন্য জমানো টাকা গুলি যেহেতু আপনি আপনার আম্মুর হাতে তুলে দেননি,তার আয়ত্তে দেয়নি,তাই এক্ষেত্রে উক্ত টাকা গুলির পূর্ণ মালিকানা আপনারই রয়েছে।

এই টাকার একচ্ছত্র মালিক আপনি নিজে।
সুতরাং এটি আপনার ইচ্ছামত খরচ করতে পারবেন।
এই টাকার মধ্যে আপনার আম্মুর কোনো অধিকার নেই।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে পুরো টাকাটা আপনি আপনার নিজের হজ্জের নিয়তে খরচ করতে পারবেন।
এতে কোনো সমস্যা নেই।
এই পুরো টাকার মালিক আপনি নিজে।

হাদীস শরীফে এসেছেঃ
  
عن عثمان وابن عمر وابن عباس رضي اللّٰہ عنہم أنہم قالوا: لا تجوز صدقۃ حتی تقبض۔ (رواہ البیہقي ۶؍۱۷۰، إعلاء السنن ۱۶؍۹۱ رقم: ۵۲۶۴ دار الکتب العلمیۃ بیروت)
সারমর্মঃ
হযরত উসমান রাঃ ,ইবনে ওমর রাঃ ইবনে আব্বাস রাঃ বলেন ছদকাহ জায়েজ নেই,কবজা করার আগ পর্যন্ত।  

عن معاذ بن جبل وشریح رضي اللّٰہ عنہما أنہما کانا لا یجیزانہا حتی تقبض‘‘ اہـ۔ (رواہ البیہقي ۶؍۱۷۰، إعلاء السنن ۱۶؍۹۱ رقم: ۵۲۶۵ دار الکتب العلمیۃ بیروت)
সারমর্মঃ
হযরত মুয়াজ বিন জাবাল রাঃ এবং হযরত শুরাইহ রাঃ হেবার পূর্ণ হওয়ার ইজাযত দেননা কবজা করার আগ পর্যন্ত।   

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...