আস সালামু আলাইকুম,
আমার দুটি প্রশ্ন।
১. আমার দাড়ির কিছু অংশ ঘন আর কিছু অংশ পাতলা ঘন অংশের পরিমাণ ই বেশী।আমারা ক্ষেত্রে ওযুর সময়ে দাড়ি ধোয়ার বিধান কি?
২. আমি একটি কবীরা গুনাহ ছাড়তে পারছিনা। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি জানি যে আমি প্রায় ই সে গুনাহ তে লিপ্ত হই। সুদ, ঘুষ, যেনা বা কারো হক্ব নষ্ট বা সবাই দেখে এরকম কোনো কিছু না। অন্য একটা গুনাহ। এই যে আমি প্রায় ই এই গুনাহ তে লিপ্ত হই, তারপর যদিও অনুশোচনা হয়, তওবা ও করি। তবুও এই গুনহ তে লিপ্ত হওয়ার জন্য কি আমাকে ফাসিক বলা যাবে?