আসসালামু'আলাইকুম। বড় আপুর বিয়ের পর থেকেই বিভিন্ন সামাজিকতার কথা শুনছি। যেমন:- মেয়ের শশুড়বাড়িতে বাবা ১ম যখন যাবেন অনেক বাজার করে নিতে হবে, রমাদানে শশুড়বাড়ির সবাইকে জামা-কাপড় দিতেে হবে, ইফতারের সামগ্রী দিতে হবে ইত্যাদি। এগুলা কতোটুুকু শরীয়াসম্মত। এই এসব কি পিতা মাতার উপর বোঝা নাা?? আপুর এই ব্যপারে আপুুুর সাথে কথা বলেছিলাম। আপু বললো ফাতিমা রদিয়াাল্লহু আনহুর যখন বাড়ির কাজে কষ্ট হচ্চ্ছিলো তখন উনিও তো ওনার বাবার কাছে দাসী চেয়েছিলেন।
আমি জানতে চাই এসব কতোটুকু জায়েজ?