আসসালামু আলাইকুম,
আমার বাবা আমাকে কোন টাকা দেয় না,মূলত উনি আপাতত অপারগ,ওনার হার্ট এর অপারেশন হয়েছে,আমি নানুর বাসায় থাকি এবং অবিবাহিত,আমি হাত খরচের জন্য টিউশন করতে চাচ্ছি,(পর্দার সমস্যা নেই আলহামদুলিল্লাহ এবং গাড়িতেও উঠতে হবে না,পুরুষদের সাথে অপ্রয়োজনে কথা ও বলতে না ইন শা আল্লাহ,স্টুডেন্ট মেয়ে এবং আমিও মেয়ে আলহামদুলিল্লাহ)
কিন্তু আমি জেনারেল লাইনের,আর দ্বীনি স্টুডেন্ট খুঁজে পাওয়া কঠিন,বেশীরভাগ যেই স্টুডেন্ট পাওয়া যায় তারা পর্দা করে না,এবং পড়াশুনা করছে কোন না কোন লক্ষ্য নিয়ে যেমন হয়তো কেউ সহশিক্ষা তে যাবে বা ফ্রি মিক্সিং এ জব করবে ইত্যাদি,আমি যদি এটা নিশ্চিত ভাবেই জানি তাহলে কি পড়ানো জায়েজ হবে? আর যদি না জানি তাহলে কি জিজ্ঞেস করতে হবে? আমার আসলে ওয়াসওয়াসা এর সমস্যা আছে বিভিন্ন বিষয়ে,কিন্ত এ প্রশ্ন কে অযৌক্তিক বলে একেবারে উড়িয়ে দিতে পারছি না,উল্লেখ্য যে আমি সালাফি মাসআলা অনুসরণ করি আলহামদুলিল্লাহ,কিন্তু বাংলাদেশে সালাফি মাসআলা খুঁজে পাওয়া কঠিন তাই ধারনা পাওয়ার জন্য জিজ্ঞেস করছি।