আসসালামু আলাইকুম। কসম ভংগের কাফফারা কখন দিতে হবে?
আমি একটা কাজ নিয়ে কসম করেছিলাম। কিন্তু আমার পরে মনে হয়েছে যে, সেই কাজ টি আমার আবারও করতে হবে। তখন আমি কসম ভংগের কাফফারা দিয়ে সেই কাজটি আবার করি। এমন করে আমি কয়েকবার কসম এর কাফফারা দিয়েছি। কাফফারা দিয়ে সেই কাজ টি করেছি, বা সেই জায়গায় গিয়েছি। এখন আমার এলাকার একজন হুজুর বললো যে, আগে সেই জায়গায় গিয়ে, সেই কাজ করে নাকি আমার কসমের কাফফারা দিতে হবে। এখন কোনটা করবো আমি?
আগে কাফরারা আদায় করলে পরে সেটা নিয়ে কসম করেছিলাম সেই কাজ করলে কি কোনো সমস্যা হবে?