ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আমি ক্বিয়ামতের দিন ফেঁসে যাই তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যেন আমার লাজ রক্ষা করেন। এটা শিরক হবে না।
(২) ফরজ গোসলের সময় বা অজুর সময় নাকে কানে ফুটা থাকলে ছিদ্র ভেজাতে হবে এবং ছিদ্রের ভেতরে পানি প্রবেশ করতে হবে। তবে ছিদ্রের একপাশ দিয়ে পানি ঢুকে অন্যপাশ দিয়ে বের হতে হবে এটা সঠিক নয়।
নাভী, নাকের ছিদ্র এবং কানের ছিদ্রতে পানি না পৌছালে গোসল শুদ্ধ হবে না।এবং এই গোসলের দ্বারা যত নামায পড়া হবে,সবগুলোকেই দোহরাতে হবে।
وَجَبَ تَحْرِيكُ الْقُرْطِ وَالْخَاتَمِ الضَّيِّقَيْنِ وَلَوْ لَمْ يَكُنْ قُرْطٌ فَدَخَلَ الْمَاءُ الثَّقْبَ عِنْدَ مُرُورِهِ أَجْزَأَهُ وَإِلَّا أَدْخَلَهُ وَلَا يَتَكَلَّفُ فِي إدْخَالِ شَيْءٍ سِوَى الْمَاءِ مِنْ خَشَبٍ وَنَحْوِهِ. كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৪)
(রদ্দুল মুহতার-১/২৮৯, জাদীদ ফেকহি মাসাঈল-৮৯,জাদীদ মাসাঈল-৯৭)