আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (8 points)

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,

বর্তমানে যে গরু সচরাচর অত্যাধিক দেখা যায় আমাদের চারপাশে বা আমরা যে গরুর দুধ খাই তার মূল উৎস হচ্ছে এই বিদেশি হাইব্রিড গরু । এই গরুগুলো দেশি গরুর তুলনায় অনেক দুধ দিয়ে থাকে দৈনিক । অন্যদিকে খিঞ্জির (শুকর) বা ঔজাতীয় কোনো হারাম পশু যারা দুধ বেশি দিতে সক্ষম সেই পশুর DNA যদি গরুর DNA এর সাথে বা সেই পশুর সাথে যদি ক্রসব্রিড করা হয় তাহলে সেই গরুর দুধ খাওয়া কতটুকু জায়েজ ?

আর সূরা নিসার ১১৯ নং আয়াতে এসেছে ,‘আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল ।

 

এখানে এই হাইব্রিড গরু কি আল্লাহর সৃষ্টির বিকৃতি না ? জানাবেন !

 

( আমার এই ক্রসব্রিড / হাইব্রিড / জেনেটিকাল মোডিফিকেসন সর্ম্পকে খুবই কম ধারণা রয়েছে , তাই ভুল থাকতে পারে | )

ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করেন , সঠিক ইলম দান করেন

1 Answer

0 votes
by (711,040 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ- 
আপনি যে আয়াতের কথা বলছেন, সেই আয়াত হল এই-

ﻭَﻷُﺿِﻠَّﻨَّﻬُﻢْ ﻭَﻷُﻣَﻨِّﻴَﻨَّﻬُﻢْ ﻭَﻵﻣُﺮَﻧَّﻬُﻢْ ﻓَﻠَﻴُﺒَﺘِّﻜُﻦَّ ﺁﺫَﺍﻥَ ﺍﻷَﻧْﻌَﺎﻡِ ﻭَﻵﻣُﺮَﻧَّﻬُﻢْ ﻓَﻠَﻴُﻐَﻴِّﺮُﻥَّ ﺧَﻠْﻖَ ﺍﻟﻠّﻪِ ﻭَﻣَﻦ ﻳَﺘَّﺨِﺬِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻭَﻟِﻴًّﺎ ﻣِّﻦ ﺩُﻭﻥِ ﺍﻟﻠّﻪِ ﻓَﻘَﺪْ ﺧَﺴِﺮَ ﺧُﺴْﺮَﺍﻧًﺎ ﻣُّﺒِﻴﻨًﺎ
তাদপশুদেরেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব;  কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব।
(আল্লাহ তা'আলা বললেন)যে কেউ আল্লাহ-কে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে,সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হবে।(সূরা নিসাঃ১৭-১৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হাইব্রিড পশু উক্ত আয়াতের আওতাধীন মনে করা যাবে না। কেননা গাধা গোড়া মিলেই মূলত খচ্ছরের সৃষ্টি।এটাকে রাসূলুল্লাহ সাঃ হারাম আখ্যায়িত করেননি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
তার মানে  কি হলো ?? হাইব্রিড গরুর দুধ খাওয়া যাবে ? মানে আমার কথা হচ্ছে এই বিষয় তো সন্দেহ রয়েছে বা সুস্পষ্ট নয় ! আমাদের প্রিয় নবি ও সর্বকালের শ্রেষ্ঠ নবি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তো এইসব সন্দেহপূর্ণ জিনিস থেকে বিরত থাকতে বলেছেন , তাহলে এই পরিস্থিতিতে কি করণীয় ? 
by (711,040 points)
আপনি দুধ খেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 131 views
...