আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
closed by
নিম্নোক্ত কাজগুলো কি সদকায়ে জারিয়া এর অন্তর্ভুক্ত হবে না হলে কি ধরনের সওয়াব হতে পারেঃ-
ক. বন্ধুদের মাঝে প্রায় সময় কিছু টাকা কিছুটা জোড়াজুড়ি করে একজন আরেকজনের কাছ থেকে নিয়া কিছু খাওয়ার জন্য বা অন্য কিছু কিনার জন্য নিয়ে থাকে যদি না ঐ টাকা তার কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজন না হয়।
এভাবে টাকা নেয়া কি সঠিক?

যদি এই টাকা নেয়ার সময় "ধার হিসেবে নিয়েছি" এই কথা উল্লেখ না করে তাহলে কি তা পাওনার মধ্যে পড়বে?

এই টাকা দিয়ে যদি কোনো বই কিনে পড়ে বা কোনো সদকায়ে জারিয়ার কাজ করে তাহলে কি ওই বন্ধু সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করবে?

      খ. আত্মীয়-স্বজন মাঝে বড় কেও যখন ঈদ বা কোনো উপলক্ষে কিছু টাকা উপহার হিসেবে দেয় তাহলে সেই টাকা দিয়ে যদি কোনো বই পড়ে লাভবান হই বা অন্য কোনো সদকায়ে জারিয়ার কাজ করি তাহলে কি যে ব্যাক্তি টাকা উপহার হিসেবে দিয়েছে তার সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করবে?
closed

1 Answer

0 votes
by (677,960 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
,
সদকায়ে জারিয়া হচ্ছে-কোন জিনিষ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া,ওয়াকফ করা ব্যতীত সদকায়ে জারিয়া হবে না। যেমন হাদীসের মধ্যে এসেছে..................
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত,
ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ( ﺇﺫﺍ ﻣﺎﺕ ﺍﻹﻧﺴﺎﻥ ﺍﻧﻘﻄﻊ ﻋﻨﻪ ﻋﻤﻠﻪ ﺇﻻ ﻣﻦ ﺛﻼﺛﺔ : ﺇﻻ ﻣﻦ ﺻﺪﻗﺔ ﺟﺎﺭﻳﺔ، ﺃﻭ ﻋﻠﻢ ﻳﻨﺘﻔﻊ ﺑﻪ، ﺃﻭ ﻭﻟﺪ ﺻﺎﻟﺢ ﻳﺪﻋﻮ ﻟﻪ
তরজমা- তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ব্যতীত: সদকায়ে জারিয়া, উপকারী ইলম কিংবা নেক সন্তান; যে তার জন্য দুআ করে।”[সহিহ মুসলিম (১৬৩১)

আরো জানুনঃ 
,
(০১)
এভাবে একজন এরেকজনের কাছ থেকে জোড়াজুড়ি করে টাকা নেওয়া জায়েজ নেই।

যদি এই টাকা নেয়ার সময় "ধার হিসেবে নিয়েছি" এই কথা উল্লেখ না করে তাহলেও তা পাওনার মধ্যে পড়বে।
,
বই কিনা পড়লে সদকায়ে জারিয়াহ এর ছওয়াব হবেনা।
তবে সদকায়ে জারিয়াহ মূলক কোনো দান করলে সেই বন্ধু সদকায়ে জারিয়াহ এর ছওয়াব পাবে।
তবে এমন পদ্ধতি শরীয়ত অনুমোদিত নয়।
,
(০২)
না,এতে সদকায়ে জারিয়াহ এর ছওয়াব হবেনা।       
 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 194 views
...