আস সালামুআলাইকুম
কিছু প্রশ্ন ছিল
১।আমার এক পাক ভেজা কাপড় এক অমুসলিম বন্ধুর ভেজা কাপড়ের সাথে লেগে যায় এখন আমি জানি না যে তার কাপড় নাপাক কিনা, আমার কাপড় কি নাপাক হয়ে যাবে?
২।তাদের(অমুসলিমের)শুকনো কাপড়ের সাথে আমার ভেজা শরিল লাগলে নাপাক হবে কি?
৩।নাপাক কাপড় ধোয়ার সময় floor এ এবং বালতিতে যে পানি পড়ে তা কি নাপাক?
৪।প্রসাব করার সময় টিস্যু ব্যবহার করি,টিসুর কিছু অংশ লজ্জাস্থানে লেগে থাকে (শুকনো অবস্থায় দেখি) এগুলো হাতের আঙ্গুলে লাগলে নাপাক হবে?
৫।প্রসাব করার পর টিসু ব্যবহার করে যে লজাস্থান ৩ বার যারি তখন হাতের আঙ্গুল ধুয়ে দিলে পবিএ হয়ে যাবে?
এবং এ পানি গুলো কি অপবিত্র?
৬।ফজরের নামায ঘুম থেকে না উঠতে পারার কারনে কাজা হয়ে যায় আমার আমি ঘুম থেকে জাগার পর ও সাথে সাথে পড়ি না।ইচ্ছামত ৯ টা বা ১০টার দিকে কাজা আদায় করি এখন আমার করণীয় কি,হাদিসে কোন শাস্তির কথা আাছে।
আর অনেক সময় ইচ্ছা করে উঠি না ফজরের সময় এখন কি করতে পারি?
৭।আপনাদের IOM বা ইন্টারনেট মাদ্রাসা যেখানেই পড়ি না কেন আলিম কোর্সে যদি ভর্তি হই তাহলে minimum কতক্ষন ডময় দিতে হবে?একজন academic মাদ্রাসার মানুষ হিসাবে কি মনে করেন
৮। এবং আপনাদের মতো মাসআালার উওর গুলো জানতে পারব?