আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (67 points)

আসসালামু আলাইকুম শায়েখ,  আমার দুইটা প্রশ্ন দুই ঘটনার সাথে জড়িড একটু সমাধান দিলে উপকার হতো। আমি বিরক্ত করার জন্য ক্ষমা করবেন।

ঘটনা ১. আমি একজনকে অনেক আগে বলেছিলাম যে," লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এইটা কলিমা তইয়িবা " এটা হাদীসে কোথাও লেখা নাই, (কোথায় শুনে বলেছিলাম হয়তো)।তখন কালিমার উপর পূর্ণ আকিদা বিশ্বাস ছিলো। আমার যতোদূর মনে পরে তাকে শুধু এই কালিমা হুবুহু কালিমা তৈয়িবা নামে কোরআন হাদীসে নাই 

 ঘটনা ২ঃ যতোদূর মনে পরছে যে  আমি ভাবতাম দূশ্চিন্তা হলে মেডিটেশন করলে কমবে। মাঝে মাঝে মনে হচ্ছে যে এইগুলো কাওকে কাওকে করতেও বলেছি  তবে পরিষ্কার মনে পরছে না,(তখন জানতাম না এইগুলো হারাম ও অনেক কুফর জড়িত) 

প্রশ্ন১ঃ উপরের ঘটনাদ্বয় প্রায় ৪/৫ বছর আগের মনে হয়।হঠাৎ মনে হওয়ায় প্রশ্ন করলাম,। তবে কতো দিন বলতে পারছি না। আমি দেড় বছর হলো বিয়ে করেছি, উপরের দুই কারণে কি আমার ইমান ভঙ্গ হয়ে গিয়োছিলো? আমার কি বিবাহ নবায়ন করতে হবে? 

(সংক্ষিপ্ত আকারে এই প্রশ্ন দুটি আগে করেছিলাম, আপনি বলেছিলেন যে কলিমা পরে ইমান দোহরিয়ে নিলে আল্লাহ ক্ষমা করবেন, এইবার একটু ডিটেলে বর্ননা করেছি, একটু করনীয় বলে দিন জনাব)

ঘটনা ৩ঃ 

গতকালকে আমার স্ত্রী হঠাত করে রাগ করে ম্যাসেজে বলা শুরু করে, আমাকে আর পছন্দ করে না ভালোবাসে৷ না বিরক্ত লাগে, ইত্যাদি তখন আরো কিছু কথা হয়।

সে বললোঃ তর মারে ক তরে মেয়ে দেইক্কা বিয়া দিতো। তে আমি না থাকলেও  প্যারায় থাকতে না।
আমিঃ পারতায় না?সারাজীবন থাকতায় আমার লগে?
সে বললোঃ মনে হয় না সম্ভব।
আমিঃ আমি কি করতে পারি বলো?
সে বললোঃ তুমি বিয়া করো, অন্য কেওরে তারপর আমি আর থাকতাম্না,  এখনতো ফালাইয়া যাইতে পারতামনা।
আমি বললামঃ এখন একটা পরিনতির সময় আইছে..আর এখন ইসব কইরায়(বলতে সংসার শুরু বুঝিয়েছি)
সে বললোঃ তোমার সাথে এরাগেই কিছু করা লাগব। নাইলে পরে দেশ যদি ছাড়া ওয় তারপর।  বাট তোমার সাথে আমি সারাজীবন থাকতে পারতাম্না।

এর পরে যখন জিগ্যাস করি এইসব সে ছেড়ে দেওয়ার নিয়তে বলেছে কি না। তখন সে বললো,  বর্তমানের নিয়তে কিছু বলে নাই। তবে ভবিষ্যতের নিয়তে বলেছে, অর্থাত বিদেশ যাওয়ার পরে সম্পর্ক ভেঙ্গে ফেলবে বা ছেড়ে দিবে এইসব ভেবে

প্রশ্ন ২ঃ উপরের ঘটনা দ্বারা আমাদোর পরিবারিক জীবনে কি কোনো সমস্যা হবে?

জাজাকাল্লাহ শায়েখ। 

by (712,400 points)
একটা কল দিবেন।
by (712,400 points)
এই নাম্বারে ০১৭১৭৯১৭৬৮৬

1 Answer

0 votes
by (712,400 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব:-
উযর বিল জাহালত তথা না জেনে শরীয়ত বিরোধী  কোনো কাজ কেউ করে ফেললে সেটা সেটা ক্ষমাযোগ্য অপরাধ।
আল্লাহ তা'আলা বলেন,
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَآئِيلَ الْبَحْرَ فَأَتَوْاْ عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَّهُمْ قَالُواْ يَا مُوسَى اجْعَل لَّنَا إِلَـهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُون َ* إِنَّ هَـؤُلاء مُتَبَّرٌ مَّا هُمْ فِيهِ وَبَاطِلٌ مَّا كَانُواْ يَعْمَلُون َ* قَالَ أَغَيْرَ اللّهِ أَبْغِيكُمْ إِلَـهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ
বস্তুতঃ আমি সাগর পার করে দিয়েছি বনী-ইসরাঈলদিগকে। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌছাল, যারা স্বহস্তনির্মিত মূর্তিপুজায় নিয়োজিত ছিল। তারা বলতে লাগল, হে মূসা; আমাদের উপাসনার জন্যও তাদের মূর্তির মতই একটি মূর্তি নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে।এরা যে, কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করেছে তা যে ভুল!তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোন উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদিগকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন।(সূরা আরাফ-১৩৮-১৪০)

মুসা আঃ তাদেরকে ভৎসনা করেছেন। কিন্তু তাদেরকে অমুসলিম আখ্যা দেননি বা তাদের এজন্য মৃত্যুদণ্ডাদেশও দেননি। কাজেই বুঝা গেল উজর বিল জাহালত গ্রহণযোগ্য।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।হ্যা, আপনি তাওবাহ করে নিবেন।এবং সতর্কতামূলক ঈমানকে দোহড়িয়ে নিবেন।

(২)
প্রশ্নের সমস্ত বিবরণ পড়ে বলছি,তালাকের অধিকার প্রাপ্ত স্ত্রী কর্তৃক নিজের তালাক প্রদাণ ব্যতিত কখনো তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...