আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
92 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

ওস্তাদ আমি একজন (mbbs) মেডিকেল স্টুডেন্ট।সকাল, রাতে ward থাকে।accademic পড়াশুনার প্রেশার অনেক বেশি।

আমি অনেক দক্ষ একজন গাইনিকোলজিস্ট হতে চাই কারণ আমি উম্মাহর(বোনদের) খিদমত করতে চাই। হাসপাতালে  অনেক পর্দানশিন বোনদের বিপাকে পড়তে হয়।আমার নিয়ত যে আল্লাহ যেনো আমাকে আমার বোনদের পর্দা রক্ষার একজন উছিলা হিসেবে কবুল করেন। আর একজন দক্ষ ডাক্তার হওয়ার জন্য আমাকে পড়াশুনার পেছনে আরো বেশি effort দিতে হয়।

♦️ওস্তাদ আমি আলিম কোর্সে admit আছি।কিন্তু আমার জন্য সবগুলো ক্লাস,মশক,তামরীন করা সম্ভব হচ্ছে না টাইমের কারণে।এতে কি আমার ইলম অনুযায়ী আমল না করার গুনাহ হবে?

 এখন আমার জন্য যেহেতু দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না।তাই মাঝে মাঝে এমন মনে হচ্ছে আলিম কোর্স টা আপাতত অফ রাখি।কিন্তু তাও আমার কলব সায় দিচ্ছে না,মন খারাপ লাগছে।আবার এদিকে টাইম দিলে accademic পড়ার ক্ষেত্রে একটু hamper হচ্ছে।

♦️ওস্তাদ আমি দুআ করেছ অনেক।তবুও সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না।এ অবস্থায় আমার করণীয় কি?

আমার জন্য দুআ করবেন ওস্তাদ।জাজাকাল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে আবেদীন শামী রাহ,কতটুকু জ্ঞানার্জন ফরযে কেফায়া শীর্ষক আলোচনা করতে যেয়ে এক পর্যায়ে  বলেনঃ
وَأَمَّا فَرْضُ الْكِفَايَةِ مِنْ الْعِلْمِ، فَهُوَ كُلُّ عِلْمٍ لَا يُسْتَغْنَى عَنْهُ فِي قِوَامِ أُمُورِ الدُّنْيَا كَالطِّبِّ وَالْحِسَابِ.........................إلي أن قال............................................................................... وَالْعِلْمِ بِأَعْمَارِهِمْ وَأُصُولِ الصِّنَاعَاتِ وَالْفِلَاحَةِ كَالْحِيَاكَةِ وَالسِّيَاسَةِ وَالْحِجَامَةِ.
ফরযে কেফায়া মূলক জ্ঞানার্জন হচ্ছে।
(কেফায়া মানে যা কিছুসংখ্যক মুসলমান আদায় করলে সবাই দায়মুক্ত হয়ে যায়)
ঐ সমস্ত জ্ঞান যা পৃথিবীতে জীবনাতিপাতের ভিত্তি যেমনঃচিকিৎসাবিজ্ঞান,হিসাববিজ্ঞান,............
এবং শিল্পবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, র্রাষ্টবিজ্ঞান,ও হেজমাত তথা তৎকালিন এক প্রকার চিকিৎসাবিজ্ঞান।
(দ্বীনের ফরয জ্ঞানার্জনের পর যা অর্জন করা কিছু সংখ্যক মুসলমানের উপর ফরয)
রদ্দুল মুহতার,১/৪২;
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/434


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি চিকিৎসা বিদ্যায় একাগ্রতার সাথে পড়াশোনা করেন,ভালো একজন চিকিৎসও উম্মাহর জন্য অত্যান্ত জরুরী। সুতরাং একজন ভালোমানের ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করুন। সম্ভব হলে আলিম কের্সের পড়াশোনাকে যথাসম্ভব চালিয়ে যাবার চেষ্টা করেন।যদি সম্ভব না হয়, তাহলে আপাতত অফও রাখতে পারেন।তবে অফ রাখার চেয়ে কষ্টকরে কোনোমতে চালিয়ে যাওয়াই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 78 views
...