আমার গ্রামের বাড়ির বেশিরভাগ মানুষ কুফরি আকিদার। তারা মাজারে যায়, মানত করে, ওরশ করে, রাসুলকে হাজির নাজির মানে ইত্যাদি। সেখানে যেই ইমাম নামাজ পড়ান,তিনি বিদআতে নিমজ্জিত। আমার আশংকা তার আকিদাও শুদ্ধ না। প্রতিবছরই কিছুদিন এর জন্যে সেখানে আমি বেড়াতে যাই। এমতাবস্থায় তার পেছনে সালাত আদায় কি আমার জন্যে জায়েজ হবে?