জবাবঃ-
বিসমিল্লাহির রহমানির রহিম
(০১)
মুহরিম অবস্থায় ব্রাশ টুথ পেস্ট ইত্যাদি ব্যবহার করা যাবে।
তবে সুগন্ধি মুক্ত টুথপেস্ট ব্যবহার করা আবশ্যক ।
(০২)
মুহরিম অবস্থায় গোসল করার সময় অথবা চুল মুছার সময় অনিচ্ছাকৃত চুল পড়লে (যেটা স্বাভাবিকভাবে প্রতিনিয়ত পড়ে) সমস্যা নেই।
(০৩)
গন্ধ ছাড়া লোশন বা এই জাতীয় কিছু ব্যবহার করা যাবে।
তবে ঘ্রান বিশিষ্ট লোশন ব্যবহার করা যাবেনা।
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - سُئِلَ: مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ: «لَا تَلْبَسُوا الْقُمُصَ, وَلَا الْعَمَائِمَ, وَلَا السَّرَاوِيلَاتِ, وَلَا الْبَرَانِسَ, وَلَا الْخِفَافَ, إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ, وَلَا تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ الزَّعْفَرَانُ، وَلَا الْوَرْسُ». مُتَّفَقٌ عَلَيْهِ وَاللَّفْظُ لِمُسْلِمٍ -
’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, মুহরিম ব্যক্তি কী প্রকারের কাপড় পরবে? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরিধান করবে না। তবে কারো জুতা না থাকলে সে টাখনুর নিচ পর্যন্ত মোজা কেটে (জুতার ন্যায়) পরবে। তোমরা জাফরান বা ওয়ারস (এক প্রকার খুশবু) রঞ্জিত কোন কাপড় পরবে না।
(বুখারী ১৩৪, ৩৬৬, ১৫:৪২, ১৮৪২, মুসলিম ১১৫৭, তিরমিযী ৮৩৩, নাসায়ী ২৬৬৬, ২৬৬৭, আবূ দাউদ ১৮২৩, ইবনু মাজাহ ২৯২৯, ২৯৩২, আহমাদ ৪৪৪০, ৪৪৬৮, মুওয়াত্তা ৭১৬, ৭১৭, দারেমী ১৭৯৮।)
(০৪)
মুহরিম অবস্থায় নাকি ঘ্রানযুক্ত ফল ইত্যাদি খাবার খাওয়া যাবে।
তবে স্বেচ্ছায় ফলের সুঘ্রাণ নেয়া মাকরূহ হবে। এক্ষেত্রে কোন দম ইত্যাদি ওয়াজিব হবে না।
(০৫)
সমস্ত চুল একসাথে ধরে কাটবে।