https://ifatwa.info/49879/
শায়খ অনেকদিন আগে উপরের প্রশ্ন করেছিলাম।ওখানে একটা ঘটনা দেয়া আছে দেখবেন।যেখানে দেয়া আছে স্বামী বলছে কাল ডিভোর্স দেয়াবা।এখন কাল থেকে হঠাৎ করে মনে সন্দেহ লাগছে কাল তালাক বা কাল ডিভোর্স শুধু এটুকুটু বলছে কিনা? এখন এরকম আমার সন্দেহ হওয়াতে কি তালাক হবে??
আর যদি শুধু এটা বলে যে কাল তালাক বা কাল ডিভোর্স তাহলে কি তালাক হবে??
(স্বামীকে জিজ্ঞেসও করিনি।আসলে শায়খ আমার এই কদিন যাবৎ অনেক আগের তালাক সম্পর্কিত ঘটনা গুলো নিয়ে সন্দেহ জাগে যেগুলোর ব্যাপরে আগে আপনাদের প্রশ্ন করেছি। আমি এ সন্দেহ থেকে বের হতে পারছি না।আমি কি করবো? এতো গুলো বিষয় স্বামীকে কিভাবে জিজ্ঞেস করবো।আমার আর সহ্য হয় না।একটা পরামর্শ দিন।)
২.শায়খ কাল আমার স্বামী কথা বলতেছিলো তো মনে হলো আমি শুনলাম সে তালাক বলেছে (দুপুরে একবার সন্ধ্যার পর একবার) ।এরকমটা আমি কেন শুনতেছি জানিনা।এতে কি তালাক হবে?স্বামীকে জিজ্ঞেস করতে হবে?
আর স্বামী তো কথায় কথায় তালাক দেয়ার মতো মানুষ উনি আমাকে খুবই ভালোবাসে।
৩.আজ ফজরের সময় নামাজ পড়ে ওঠার পর পাজামায় সাদাস্রাব দেখলাম আর সন্দেহ হলো ফরজ ২ রাকাত পড়লাম কিনা।এদিকে মাত্র ৭ মিনিট বাকি সাদাস্রাব ধুয়ে ওজু করে পুনরায় ২ রাকাত ফরজ নামাজ পড় সম্ভব না।তাই আর কিছু করি আমার কি সন্দেহের কারনে ২ রাকাত ফটজ নামাজ দোহরাতে হবে??